Best Homeopathic Doctor in Dhaka Mirpur Dhanmondi Uttara Gulshan Bashundhara Jatrabari Demra. ঢাকায় অনেক প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছে যারা বহু বছর যাবৎ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আবার অনেক তরুণ হোমিও ডাক্তারও রয়েছেন যারা ইতিপূর্বে ভালো চিকিৎসা দেয়ার ফলে স্বনামে উদ্ভাসিত হয়ে উঠেছেন। অনেকেই মনে করেন হোমিও চিকিৎসক মানেই দাঁড়ি পাকা বয়স্ক একজন ব্যক্তি এবং তিনি ভালো হোমিও চিকিৎসক। যারা এরূপ ধারণা পোষণ করেন তাদের মনে রাখা উচিত হোমিওপ্যাথিক "চিকিৎসা দক্ষতা" ডাক্তারের বয়স এবং তার ডিগ্রীর উপর আদৌ নির্ভর করে না।
আপনার আশেপাশে বহু তরুণ হোমিও চিকিৎসক পাবেন যারা বহু বছর যাবৎ ভুগতে থাকা পুরাতন রোগীদের দক্ষতার সাথে চিকিৎসা দিয়ে সারিয়ে তুলছেন। তবে এটাও সত্য যারা প্রবীণ অর্থ্যাৎ অনেক দিন ধরে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সাথে আছেন তারা কিছু কিছু ক্ষেত্রে বিশেষ দক্ষতা লাভ করে থাকেন। তবে যখন আপনি দেখবেন আপনার দৃষ্টিতে বহু বছরের অভিজ্ঞ হোমিও চিকিৎসক থেকে চিকিৎসা নিয়েও আপনার রোগ নির্মূল হচ্ছে না তখন বিষয়টি হয়তো আপনার চিন্তা চেতনায় নাড়া দিবে। এক্ষেত্রে প্রায়ই দেখা যায়, অজ্ঞ বা অল্প জ্ঞানী লোকজন অহেতুক হোমিওপ্যাথিকে দোষ দিয়ে বেড়ায়। অথচ আরেকজন তরুণ হোমিও চিকিৎসক দেখবেন ঠিকই সমস্যাটি সারিয়ে তুলছেন। তাই একস্থানে ব্যর্থ হলে চিকিৎসক পরিবর্তন করুন।হোমিওপ্যাথিক নিয়মনীতি অনুসরণ করে একেক জন হোমিও চিকিৎসক একেকভাবে রোগী নিয়ে চিন্তা করেন। ঔষধের সুবিশাল ভান্ডার থেকে একেক জন হোমিও চিকিৎসক তার জ্ঞানানুসারে একেক প্রকার ঔষধও ব্যবহার করতে পারেন। তাই কোন হোমিওপ্যাথিক চিকিৎসক থেকে চিকিৎসা নিয়ে রোগ না সারলে হতাশ হওয়ার আদৌ কিছু নেই। এক্ষেত্রে ডাক্তার পরিবর্তন করুন। ধন্যবাদ
No comments:
Post a Comment